শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত  ফতুল্লায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি  অবশেষে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আমাদের দেশের জনগণের অনেক দক্ষতা ও যোগ্যতা রয়েছে: ডিসি মে দিবসে শ্রমিক জাগরণ মঞ্চ’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ফতুল্লায় ড্রেন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার  সোনারগাঁয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার আগামী ৭২ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগদের আটক করতে হবে: এড.টিপু বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত  বন্দরে সোহান হত্যা মামলায় প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে 

আমাদের দেশের জনগণের অনেক দক্ষতা ও যোগ্যতা রয়েছে: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে”এই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। বৃহস্পতিবার (১ মে) সকালে বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে দেশের উন্নয়নে শ্রমিকদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের দেশের জনগণের অনেক দক্ষতা ও যোগ্যতা রয়েছে। সেই দক্ষতা দিয়েই আমরা বিশ্বকে নেতৃত্ব দেব। তখন আমাদের দাবি থাকবে, সম্মান থাকবে। তবে আমরা কখনো রাস্তায় নেমে অন্যের অধিকার হরণ করব না।”

গার্মেন্টস খাতের উদাহরণ টেনে এনে জেলা প্রশাসক বলেন, “আজকে দেশের যে উন্নয়ন হয়েছে, তাতে আমাদের শ্রমিক ভাইদের অনেক বড় অবদান রয়েছে। গার্মেন্টস খাতে বাংলাদেশ আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব ধরে রাখতে হলে আমাদের আরও দক্ষ, সচেতন ও শৃঙ্খলিত হতে হবে—নইলে প্রতিযোগিতায় অন্যরা এগিয়ে যাবে।”

জনসংখ্যার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের জনগণ। ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমরা যদি আমাদের আচরণ, ব্যবহার ও দক্ষতা দিয়ে বিশ্ববাজারে নিজেদের প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অবস্থান আরও দৃঢ় হবে।”

শিল্পাঞ্চলের বিকাশের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, “শিল্পাঞ্চলের বিকাশ না ঘটলে আজকে আমাদের এই অবস্থান হতো না। তাই কারো প্ররোচনায় না পড়ে, না জেনে কিছু না করে, আমাদের স্বপ্নগুলোকে টিকিয়ে রাখতে হবে। আমাদের চাহিদার সাথে সামর্থ্যের সমন্বয় করতে হবে। আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, ধ্বংসের নয়।”

সভায় শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব পায়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান।

বিভাগীয় শ্রম অফিস নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমির আবদুল জব্বার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান প্রমুখ।

এই আলোচনা সভা শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার একটি সুস্পষ্ট বার্তা বহন করে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।