বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ,নাঃগঞ্জ এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার কর্মী এম এ হোসাইন রাজ সাংবাদিক ভূইয়া কাজল এর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক কাউন্সিলর সাদরিল জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিল, আছে –ডিসি গরিব মেহনতী মানুষের মাঝে সিপিবির ঈদ সামগ্রী বিতরণ  ভুইগড় রুপায়নে মসজিদে সংঘর্ষের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই আসামী, পুলিশ সুপার বরাবর অভিযোগ  জুলাই গনঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক হস্তান্তর করলেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক আড়াইহাজার উপজেলায় নিহত পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় ও বিভিন্ন অনুষ্ঠানে  নারায়ণগঞ্জ সেরা ভূমিকা পালন

আড়াইহাজার উপজেলায় নিহত পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আজ আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আড়াইহাজার উপজেলায় নিহত পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারবর্গ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আড়াইহাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যারা নিহত হয়েছেন, আমরা তাদের আর ফিরে পাব না। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সর্বদা তাদের সার্বিক সহায়তা ও সহযোগিতার জন্য পাশে থাকব।” এরপর নিহতদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় ইউনাইটেড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাব “ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব” আয়োজিত “স্বপ্নের দোকান” এর শুভ উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে মাত্র ১০ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মানুষ তখনই আশরাফুল মাখলুকাত হিসেবে পরিগণিত হবে, যখন সে তার মানবতার হাত প্রসারিত করবে।”

সর্বশেষ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।