নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বায়ু দূষণ রোধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই সময় একটি অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। বুধবার (১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে উপজেলার হাউশার শিরমান্দি এলাকার মেসার্স এএমবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নঈম উদ্দিন।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাঁটি ও বায়ুদূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ ও পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন।
এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
Leave a Reply