নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বন্দর ইউনিয়ন নারায়ণগঞ্জ বিএনপির একটি উর্বর প্রতিক। এই উর্বর প্রতিকে ভালোভাবে চাষাবাদ করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, কৃষক,সকল পেশার মানুষকে বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বন্দরকে সুন্দর ও গর্বিত বন্দর হিসেবে দেখতে চাই।”
রোববার (২৭ জুলাই) বিকেল ৪টায় বন্দরের তিনগাঁও এলাকায় ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি আয়োজন করে বন্দর ইউনিয়ন বিএনপি।
তিনি আরও বলেন, অন্যায়-অপকর্মের সাথে যারা জড়িত, তাদের সতর্ক করছি,অবিলম্বে অপকর্ম বন্ধ করুন। না হলে জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের শায়েস্তা করব। বিএনপি জনগণের সঙ্গে আছে, তারেক রহমান জনগণের সঙ্গে আছে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং শহীদ যুবদল নেতা আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন।
Leave a Reply