বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দীর্ঘ ২১ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাসুম গ্রেপ্তার  এক ট্রাকের ধাক্কায় অপর দুই ট্রাকের চালক নিহত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ জন বীরের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে রুপান্তরে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ–ডিসি ফতুল্লায় মনন এর বাংলা বর্ষবরণ সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী পিয়ালসহ তিনজন গ্রেপ্তার  নববর্ষ উপলক্ষে ফুটবল, ঘুড়ি উৎসবসহ গ্রামীণ খেলাধুলার আয়োজনে মহানগর বিএনপি মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির কার্যক্রম অব্যাহত তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার মামামাল ডাকাতির ঘটনায় ১ জন গ্রেপ্তার 

সাবেক মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন না ফেরার দেশে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক এবং নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন ইন্তেকাল করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটিরে স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিকভাবে ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলী রেজা রিপনের বয়স ছিল ৫৫ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এর আগে, ২০২১ সালের ৯ এপ্রিল তার স্ত্রী মিতা আহম্মেদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।

আলী রেজা রিপনের মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চুনকা কুটিরে ভিড় করে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বাদ আসর বায়তুল নূর জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মাসদাইর সিটি কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে।

তিনি আরও জানান, “শাওয়াল মাসের রোজা রেখেছিলেন রিপন। রাতে একসঙ্গে সেহেরি করেছিলেন। আমরা তার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করছি।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।