নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে ডিবি পরিচয় দিয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিং‘র মালিকের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন সংবাদিকদের জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নে ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালানা করেন। সোমবার ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজি অটো রিক্সায় উঠেন। দুপুর ১টার দিকে তাকে বহনকারী সিএনজি অটোরিক্সাটি আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সামনে দিয়ে একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকার সিএনাজি অটোরিক্সার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৪ থেকে ৫ জন দ্রুত নেমে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে জোরপূর্বক টাকাসহ বিল্লাল হোসেনকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিল্লাল হোসেনকে নামিয়ে দেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, এঘটনার সত্যতা পেয়েছি। একদল লোক ডিবি পরিচয় দিয়ে অর্থ ছিনতাই করেছে। ভুক্তভোগীর আত্মীয়ের সাথে কথা হয়েছে। এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।
Leave a Reply