শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
অনেক ত্যাগের বিনিময়ে স্বৈরাচার পাকিস্তানি বাহিনীকে দেশ থেকে বিতারিত করেছি: মুহাম্মদ গিয়াসউদ্দিন যারা বংশসহ পরিবার নিয়ে পালিয়ে গেছে তাদের কি এখনো লজ্জা হয় না : গিয়াসউদ্দিন মাদক বিরোধী বক্তব্য দেওয়ায় বন্দরে ইসলামী আন্দোলনের নেতা মামুনকে কুপিয়ে হত্যার চেষ্টা যদি কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করে ছিনিমিনি খেলতে চায় আমাদের নেত্রী তা হতে দেবেন না: গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজ পরিবেশে স্বস্তিতে শ্বাস নিতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি:ডিসি সিদ্ধিরগঞ্জে আরোও ৪ টিকে হত্যা মামলা দায়ের  বন্দরে স্কুলছাত্রী এক কিশোরীকে ধর্ষণ ; ধর্ষক গ্রেপ্তার  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফতুল্লা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা কোনো গডফাদার, ভূমিদস্যু, চাঁদাবাজের জন্ম হতে দেয়া যাবে না: মামুন মাহমুদ  সোনারগাঁয়ে চাঞ্চল্যকর ফাতেমা হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত নান্টুকে গ্রেপ্তার 

রূপগঞ্জে রায়হান হত্যা: এজাহারনামীয় একই পরিবারের ৩ আসামি গ্রেফতার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২২ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানার বেপারীবাড়ি বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ থানার বরুনা পূর্বেরটেক এলাকার বাসিন্দা মৃত ইয়ানুছের ছেলে তাইজুল (৪০), তার স্ত্রী রাহিমা (৩৫), ও মেয়ে তাইরিন (১৯)।

মামলার সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন। এ সময় তার সঙ্গে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সূত্র ধরে তাইজুল তার প্রয়োজনের কথা বলে রায়হানের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন।

পরবর্তীতে রায়হান বিদেশ থেকে ফিরে টাকার জন্য চাপ দিলে তাইজুল তা ফেরত না দিয়ে নানা তালবাহানা করতে থাকে। গত ২৪ মার্চ বিকেল ৫টায় তাইজুল ফোনে ডেকে রায়হানকে নিজের বাড়িতে নিয়ে যান। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো এক সময় তাইজুল, তার স্ত্রী ও কন্যার সহায়তায় নিজ বাড়ির দোতলা ভবনে রায়হানকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান।

ঘটনার পর রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে নিহত রায়হানের পিতা আদালতে একটি নালিশি মামলা দায়ের করলে আদালতের আদেশক্রমে ২২ এপ্রিল রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব-১১।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।