শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
হোটেল বয় থেকে কোটি টাকার মালিক সাইজদ্দিন মাতাবর দীর্ঘ ২১ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাসুম গ্রেপ্তার  এক ট্রাকের ধাক্কায় অপর দুই ট্রাকের চালক নিহত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ জন বীরের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে রুপান্তরে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ–ডিসি ফতুল্লায় মনন এর বাংলা বর্ষবরণ সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী পিয়ালসহ তিনজন গ্রেপ্তার  নববর্ষ উপলক্ষে ফুটবল, ঘুড়ি উৎসবসহ গ্রামীণ খেলাধুলার আয়োজনে মহানগর বিএনপি মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির কার্যক্রম অব্যাহত তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন

বাউফলে এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বাউফলের এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দিন এই গ্রেফতারী পরোনা জারি করেছেন। এছাড়াও তিনি পৃথক এক আদেশে বাউফলের অনিবন্ধিত ভুয়া চিকিৎসকদের একটি তালিকা প্রণয়ন করার জন্য বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। অপর দিকে বাউফলের সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের অপর এক চিকিৎসকে তার কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদা বেগম নামের এক চিকিৎসক বাউফল থানার জি আর ১৭১/২০ মামলায় হাজতি আসামি মোঃ ইব্রাহীম এর পক্ষে একটি ব্যবস্থাপত্র প্রদান করেনে। ওই ব্যবস্থা মামলার নথিতে সংযুক্ত করে আদালতে উপাস্থাপন করা হয়। আদালত চিকিৎসকের ওই ব্যবস্থা পর্যালোচনা করে দেখেন তিনি কোন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার নন এবং ‘‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০” এর অধীন নিবন্ধিত নন। উক্ত ব্যবস্থাপত্রে চিকিৎসক তার ডিগ্রী হিসেবে “বিভিডিএ, ঢাকা” উল্লেখ করেন। মাহমুদা বেগম ওই ব্যবস্থাপত্র প্রদান করে আইন লংঘন ও দন্ডনীয় অপরাধ করেন। তাই আদালত সোমবার তার বিরুদ্ধে গ্রেফতারী পরোনা জারি করেন। পাশাপাশি বাউফলের অনিবন্ধিত ভুয়া চিকিৎসকদের একটি তালিকা প্রণয়ন করার জন্য বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দেন এবং তাকে সহযোগিতা করা জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে।
অপর দিকে একই দিন বাউফলের কালাইয়া সাহেদা-গফুর ইব্রাহীম জেনারেল হাসপাতালের চিকিৎসক সুব্রত কুমার মহলদা কে পরবতী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল চিকিৎসা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার সকল চিকিৎসা সনদ যাচাই বাছাই করে দেখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহাকে প্রধান করে দুই সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এএসএম সায়েম ।
উল্লেখ সাহেদা-গফুর ইব্রাহীম জেনারেল হাসপাতালের চিকিৎসক সুব্রত কুমার মহলদার নিজেকে একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে ওই হাসপাতালে প্রসূতি মায়েদের সিজার অপারেশন করে আসছেন। অথচ তিনি কোন গাইনীর চিকিৎসক নয়। তিনি একজন অলটারনেটিভ (ইউনানী- আর্য়ুবেদিক) চিকিৎসক। তার বিএমডিসির রেজিষ্ট্রেশন সনদসহ রোগীকে অজ্ঞান করার সনদ নেই।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।