সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গণসংযোগ আমি এখনো জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী: মাসুদুজ্জামান  সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার  বন্দরে বাসযাত্রী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেফতার  খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই : এসপি বিএনপিকে সামনে নির্বাচিত করতে হবে, প্রার্থী কে হলো, সেটি বিষয় না: এড. সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নেতাকর্মীদের বিভ্রান্ত’ ও ‘বিচলিত’ না হওয়ার আহ্বান মাসুদুজ্জামানের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে গেছে, এক ব্যক্তি নিখোঁজ  আগে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত সেটাই চূড়ান্ত : রিজভী 

প্রাচ্যের ডান্ডি “৯১ নারায়ণগঞ্জ ফ্যামেলি ডে অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব সংবাদদাতা- নারায়ণগঞ্জ জেলার এস,এস,সি ৯১ ব্যাচ এর বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হলো “প্রাচ্যের ডান্ডি’ ৯১” নারায়ণগঞ্জ ফ্যামেলি ডে আউট।

৮ মার্চ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ মিলন মেলাটির আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পঞ্চবটী এডভেঞ্চার ল্যান্ড পার্কে।

৯১ ব্যাচ এর আলিমুল ইসলাম, তরিকুল ইসলাম মামুন, শওকত সরকার, মনিরুল ইসলাম, সেলিম চৌধুরী, রাশেদ ঈমাম টিকন,পারভেজ, জাহাঙ্গীর হোসেন মোল্লা,মাসুদ আহমেদ, সাগর সাহা,মোঃ জসিমউদদীন, তাপস সাহা,মাকসুদুল আমিন উত্তম,ইব্রাহীম খলিল, রুহুল আমিন মোল্লা, ফয়সাল পরাগ,সৈয়দ মহিম,আবু সুফিয়ান,আতিকুল ইসলাম পাভেল,ইয়াসিন আরাফাত মুন্না,নুসরাত লাকি,সাদিয়া আফরোজ এদের দিকনির্দেশনায় ও সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজনে আই,ই,টি সরকারি উচ্চ বিদ্যালয়, বার একাডেমী স্কুল, নারায়নগঞ্জ হাই স্কুল, গনবিদ্যা নিকেতন, আদর্শ স্কুল, গভঃ গার্লস, মর্গান গার্লস, আদমজী উচ্চ বিদ্যালয়,লক্ষী নারায়ণ উচ্চ বিদ্যালয়,ফতুল্লা পাইলট, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, বি.এম স্কুল ( বন্দর) স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন ৯১ ব্যাচ এর বন্ধুমহল ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিন ব্যাপি এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
জমকালো আর অনাড়ম্বর এই ফ্যামিলি ডে আউটের স্লোগান ছিলো ” একান্নবর্তী একানব্বই পরিবার।
দিনব্যাপী এ আয়োজনে খেলাধুলা, সুইমিং, রাইডিং সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফ্যাল ড্র ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।