নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
অসহায়, গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফতুল্লায় বিজিবি ক্যাম্পে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, “বিজিবি বিভিন্ন সময় গরীব ও দুস্থদের জন্য খাবার, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিজিবি’র অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Leave a Reply