নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি, আলোচনা ও বিনামূল্যে টিকা-চিকিৎসা পরামর্শের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে ‘Breaking Rabies Boundaries’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এ আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, বিশেষ অতিথি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস ও জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. জাকির হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এবিএম জাহাঙ্গীর রতন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির হোসেন ও সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ। গজারিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।
Leave a Reply