বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঢাকায় বিজয় র‌্যালীতে সাখাওয়াত – টিপুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  শ্রমিকদলের আহবায়ক ও তরুন দলের সভাপতি আটক র‌্যাব-১১ এর অভিযানে ২২ কেজি গাঁজা ৩ নারীসহ চারজন মাদক কারবারি আটক  রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালিতে আনিস শিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান মিছিলের চেষ্টাকালে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী আটক ঢাকার বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির যোগদান নয়াপল্টনে বিজয় র‌্যালিতে হাজারো নেতাকর্মী নিয়ে গিয়াসউদ্দিনের যোগদান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের তাক লাগানো বিজয় মিছিল দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে ইয়াবাসহ একজন আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে মেঘনা টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম নাঈম আহম্মেদ পলাশ (২৫)। সে নড়াইল জেলার সদর থানার রামসিদ্ধি মেল্লাপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচং থানার উত্তর গ্রামের পূর্বপাড়ায় থাকেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকরাম উজ্জামান জানান, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে আসা ‘তিশা’ নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় সি-৩ সিটে বসা এক যুবক গাড়ি থেকে কৌশলে নামার চেষ্টা করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় সন্দেহ হলে তাকে বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে নাঈম আহম্মেদ পলাশ তার প্যান্টের ডান পকেট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। ইয়াবাগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং রবিবার (৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।