বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া আমরা যদি নিজেরা পরিবর্তন হতে না পারি, ব্যক্তিস্বার্থ বিসর্জন দিতে না পারি, এই রক্তঝরা বন্ধ হবে না:ডিসি গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ  সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জ বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু নারায়ণগঞ্জসহ সারাদেশে জুলাই শহীদ দিবস পালিত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা দায়ের  দেশকে ষড়যন্ত্রমুলক ভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মহানগর সেচ্ছাসেবী দলের বিক্ষোভ মিছিল  এতো রক্ত ঝরার পরও যেন আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি: ডিসি

জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে “মিট দ্যা প্রেস” এর আয়োজন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নাঃগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর ইসলাম মিঞা’র দ্বায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে কর্ম বাস্তবায়,চলমান প্রকল্প ও ভবিষ্যৎ প্রকল্প গণমাধ্যম ব্যক্তিদের সামনে তুলে ধরতে ” মিট দ্যা প্রেস” এর আয়োজন করা হয়।

১৫ জুলাই মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সন্মেলন কক্ষে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ বছরের গত ১৪ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মে যোগদান করেন। কর্মে যোগদান করার পর থেকে তার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। গত ৬ মাসে অনেক জনগুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছেন। তাহার এই বাস্তবায়ন কাজের মধ্যে সমাপ্ত হয়েছে – জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, গ্রীন এ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর অধীনে ১ লক্ষ গাছ রোপণ, ৮ জোড়া কমিউটার ট্রেন চালু, ২ টি রেল ক্রসিং মেরামত, পানাম সিটি রেপ্লিকা নির্মাণ, সার্কিট হাউজ ফোয়ারা নির্মাণ, চারদশক পর মীর জুমলা রোড উদ্ধার, ভিক্টোরিয়া হাসপাতালে NICU স্হাপন, ৩০০ শষ্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ডেঙ্গুর কীট বিতরণ, হুইল চেয়ার বিতরণ এবং ইর্মাজেন্সি ইউনিট সংস্কার, সার্কিট হাউজ এর পিছনের রাস্তা উদ্ধার ও সংস্কার,চাষাড়া মোড়ে সিসি ক্যামেরা স্হাপন, ১২৫ ট্রাক ব্যানার / ফেস্টুনসহ ময়লা আবর্জনা পরিস্কার, হাজীগঞ্জ দূর্গ পরিস্কার -পরিচ্ছন্ন, ট্র্যাকসেলের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ, My Gov Platform -চালু,”কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার দীক্ষা ” স্লোগানে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালা, নারায়ণগঞ্জ আইন কলেজের ওয়াশ ব্লক ও পানির ব্যবস্হা,শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ/ড্রেস/খেলাধূলার সামগ্রী বিতরণ, ২০টি লাইব্রেরীতে ৫৯ ধরনের বই বিতরণ ও পেট্রোল পাম্পগুলোতে নো হেলমেট নো ফুয়েল স্হাপন।
চলমান প্রকল্প বিষয়ে তুলে ধরেন – ঈদগাহ নির্মাণ, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন, ১৭ কি মি খাল উদ্ধার, ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ১০ বেডের ICU চালু,কালেক্টরেট মসজিদ ও কালেক্টরেট স্কুল ভবন নির্মাণ, ড্রাইভার- হেলপারদের ডাটাবেইস তৈরী এবং নির্দিষ্ট পোষাক ও আইডি কার্ড প্রদান,যানজট নিরসনে ০৮ টি পয়েন্ট নির্ধারণ এবং অটোরিক্সা এলাকাভিত্তিক রং নির্দিষ্টকরণ। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয় তুলে তুলে ধরে বলেন,নারায়ণগঞ্জের প্রবেশমুখে গেট অব ডান্ডি নির্মাণ, ডিসি পার্ক আধুনিকায়ন,ওসমানী পৌর স্টেডিয়ামে গ্যারারী নির্মাণ ও পঙ্খীরাজ খাল পুনঃসংস্কার।

তার এ কর্মসূচির আলোকে গণমাধ্যম ব্যক্তিরা তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। পরিশেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি এ জেলায় কতদিন দ্বায়িত্ব পালন করতে পারবো জানি না,তবে যতদিন থাকবো আমার একার পক্ষে কোন কাজ সফল ভাবে করা সম্ভব নয়, তাই আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করি।

উক্ত মিট দ্যা প্রেস এর আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।