নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
আজ ১৬ এপ্রিল ২০২৫, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), নারায়ণগঞ্জ জনাব হোসনে আরা বেগমের সভাপতিত্বে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ নারায়ণগঞ্জ জেলার প্রত্যেক শহীদ পরিবারের অনুকূলে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আরো উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার; জনাব এ এফ এম মুশিউর রহমান, সিভিল সার্জন; জনাব মোঃ ইব্রাহীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার; জনাব মাওলানা মোঃ মঈনুদ্দিন আহমদ, উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী; এডভোকেট সাখাওয়াত হোসেন খান, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদ দল; এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদ দল; জনাব নিরব রয়হান, আহ্বায়ক, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন; জনাব মুফতি মাসুম বিল্লাহ, সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ; জনাব তরিকুল সুজন, সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন; শহীদ বীর পরিবারের সদস্যবৃন্দ; অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ জন বীরের পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়ে আমাদের কোন আয়োজনেই তাদের মন জয় করতে পারবেনা।” তিনি আরো বলেন, “তার যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছি, আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ স্বার্থক হবে।”
এই অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতা আরও একবার প্রকাশ পেল। তাদের ত্যাগই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
Leave a Reply