সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ছাত্র-জনতার মুখোমুখি নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান  তরুণরা কাজ করতে চায়, কিন্তু ফান্ডের অভাবে এগোতে পারে না: মাসুদুজ্জামান  হাশেম ফুডসকে পরিবেশ দূষণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা  আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে: মোহাম্মদ আলী ফতুল্লায় ১শ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার  ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, নারীসহ তিনজন গ্রেপ্তার  খালেদা জিয়া- নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাসি সদকা বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন বন্দরে বাসযাত্রী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আল-আমিন গ্রেপ্তার  সোনারগাঁয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ 

ছোট ভাইয়ের প্রতারণা মামলায় কারাগারে প্রতারক বড় ভাই জহিরুল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে প্রতারণা করে ছোট ভাইয়ের ভাগের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন বড় ভাই মোঃ জহিরুল ইসলাম খোকন। আর এই প্রতারণার সহযোগী হিসেবে রয়েছেন তার শশুর কফিল উদ্দিন ও খালা শাশুড়ি কুলসুম। এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা করেন ছোট ভাই মোহাম্মদ মাহমুদুন নবী মাসুম। এই ঘটনায় ভুক্তভোগী তিনজনকে আসামি করে মামলা করলেও সি আই ডি প্রতিবেদনে দুইজনকে বাদ দিয়ে মামলার তদন্ত রিপোর্ট আদালতে পেশ করা হয়। যার ফলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম খোকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। কিন্তু নারায়ণগঞ্জ জেলা সি আই ডি প্রতিবেদন থেকে বাদ পড়া দুইজন প্রতারক জহরুল ইসলাম খোকনকে জেল থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ও মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মাহমুদুন নবী।

ভুক্তভোগী মোহাম্মদ মাহমুদুন নবী মাসুম বলেন, গত ১৬ এপ্রিল বুধবার নিজ বাড়ি থেকে এএসআই আমিরুল ইসলাম আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করে। প্রতারক জহিরুলকে গ্রেফতার করার পর থেকেই সি আই ডি প্রতিবেদন থেকে বাদ পড়া তার শশুর এবং খালা শাশুড়ি একাধিকবার আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা আমাকে আরো বলে যে জহিরুলকে জেল থেকে বের করার পর আমার নামে মিথ্যা মামলা দিবে ও আমাকে হুমকি প্রদান করে যাচ্ছে মামলা উঠানোর জন্য। আমি যদি মামলা না উঠাই তাহলে আমাকে মেরে ফেলবে বলে চলে যায়। তাই আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমার পৈত্রিক সম্পত্তির নিজের অংশ বুঝে পাওয়ার জন্য মামলা করা কী ভুল হয়েছে? তাই আমি চাই পুনরায় তদন্ত করে সি আই ডি প্রতিবেদন থেকে বাদ পড়া কফিল উদ্দিন ও কুলসুমের বিরুদ্ধে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। নাহলে আমার যেকোনো সময় এই দুজনের ধারা বড় ধরনের ক্ষতি হতে পারে।

তিনি আরো বলেন, তাদের উস্কানিতে আমার পৈত্রিক সম্পত্তির ভাগের অংশ জহুরুল ইসলাম একাই ভোগ করে যাচ্ছেন। যার কারণে আমি আমার ন্যায্য অধিকার ও ভাগের অংশ দাবি করায় আমাকে না বুঝিয়ে দিয়ে বরং আমাকে হুমকি প্রদান করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, জহিরুল ইসলাম ও মাহমুদুল নবীর বাবা একজন মুক্তিযোদ্ধা ও জালকুড়ি পশ্চিম পাড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এই ঘটনাটি খুবই ন্যাকারজনক। পৈত্রিক সম্পত্তির ভাগ সমান ভাবে ২ ভাইয়ের। কিন্তু জহিরুল ইসলাম তা একাই ভোগ দখল করে আসছে দীর্ঘদিন। যার ফলে মাহমুদুন নবী তার ভাগে অংশ না বুঝে পাওয়ায় আদালতে মামলা করেন। আমরা যতদূর জানতে পেরেছি জহিরুল ইসলাম তার শশুর ও তার খালা শাশুড়ির প্ররোচনায় একাই সকল সম্পত্তি ভোগ দখল করে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন ঘনিষ্ঠ আত্মীয় বলেন, জহিরুল দীর্ঘদিন এই সম্পত্তি একাই ভোগ করে কোটি টাকার উপরে মালিক বনে গেছেন। যার কারণে তিনি রাজার হালে জীবন যাপন করছেন। জহিরুলের ছোট ভাই সহজ সরল মানুষ বলে তাকে এইভাবে ঠকাচ্ছেন তিনি। এ বিষয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কথা বলতে চাইলে তাদেরকে টাকা দিয়ে কিনে নেয় অথবা অকথ্য ভাষায় কথা বলে যার কারণে কেউ এবিষয় নিয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। এছাড়া টাকার গরম দেখিয়ে জহিরুল বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতাকর্মীদের হাত করে রেখেছেন। তাই আদালতের কাছে আমাদের একটাই আবেদন থাকবে মাহমুদুন নবীর তার ভাগের অংশ যেন সঠিকভাবে বুঝে পায়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।


মাসদাইর কবরস্থান মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান আজ শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থান মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুম্মার নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী মাসুদুজ্জামান। জুম্মার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ, জাতির শান্তি–সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মসজিদে উপস্থিত স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সাধারণ মানুষ, মসজিদ কমিটির সদস্য এবং বিএনপি–সমর্থিত নেতৃবৃন্দও এতে অংশ নেন। দোয়া শেষে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমরা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি। বেগম খালেদা জিয়া শুধু একজন জাতীয় নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার প্রতীক। আল্লাহর কাছে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের কল্যাণে নেতৃত্ব দিতে সক্ষম হন। জনগণের এই ভালোবাসা ও দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন।” মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; হাজী ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও নারায়ণগঞ্জের বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ কৃষকদল, যুবদল, মহিলাদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়া মাহফিলকে আরও মর্যাদাপূর্ণ এবং প্রাণবন্ত করে তুলেছেন। স্থানীয়দের মতে, এই আয়োজন কোনো রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি একজন অসুস্থ জাতীয় নেত্রীর প্রতি জনগণের গভীর শ্রদ্ধা, অন্তরঙ্গ ভালোবাসা এবং মানবিক দায়বদ্ধতার প্রকাশ। তারা জানান, দেশের প্রতিটি মানুষ, দলমত নির্বিশেষে, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় একতাবদ্ধভাবে প্রার্থনা করছে। বিশেষ করে মাসুদুজ্জামান-এর মতো নেতাদের সরাসরি অংশগ্রহণ এই অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ ও হৃদয়স্পর্শী করে তুলেছে। জুম্মার নামাজ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার পরে মাসুদুজ্জামান মাসুদ মাসদাইর কবরস্থানে গিয়ে তাঁর প্রয়াত বাবা-মায়ের রূহের মাগফিরাতের জন্য দোয়া করেন।