বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে গ্রেপ্তার ওয়ারেন্টের আসামী থানায় নেওয়ার পথে ধৃতর স্বজনরা ছিনিয়ে নেয় ফতুল্লায় গার্মেন্ট কারাখানার গোডাউনে ভয়াবহ আগুন  ফাঁসি দিলেও আওয়ামী লীগে যোগ দেব না: দিনা রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু এখানকার সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম,মেধা দিয়ে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে: গিয়াসউদ্দিন  নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘বড়দিন’ উৎসব পালিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ বহুমুখী প্রতিভার জন্য উওরের আহ্বান সাহিত্য পত্রিকার আয়োজনে শ্রী বাদল বর্মন স্বর্ণপদক পুরস্কারে ভূষিত দক্ষ সংগঠক হিসেবে গুনীজন সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ 

গ্রাহকদের সেবা সু-নিশ্চিত করতে হবে মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব সংবাদদাতা // নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বুধবার) সকালে সোনারগাঁও চেংঙ্গাইনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি চোয়ারম্যান, বাপবিবো, ঢাকা।

প্রধান অতিথি বৃক্ষ রোপনের মাধ্যমে মত বিনিময় সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যুৎ সেবা গ্রাহকদের মাঠ পর্যায়ে নিশ্চিত করতে হবে। গ্রাহক সেবায় কোন প্রকার অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পল্লী বিদ্যুৎ’র সেবার মান সর্ব্বোচ ও স্বরনকালের সেরা তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ আহসানুর রহমান হাসিব (যুগ্মসচিব), সদস্য (প্রশাসন), বাপবিবো, ঢাকা।

প্রধান অতিথি মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম আরো বলেন, মাঠ পর্যায়ের প্রতিটি গ্রাহক সমহারে সেবা নিশ্চিত করতে হবে। গ্রাহকদের সেবার ক্ষেত্রে বিন্দু পরিমান অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি গ্রাহক আমাদের পরিবার ও একটি অংশ। গ্রাহকদের সেবা সু-নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ আয়োজনে মত বিনিময় সভায় তিনি কর্মকর্তা -কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ভাল সেবা নিশ্চিত কলে পুরস্কৃত করা হবে। আর অবহেলা বা কোন গ্রাহক হয়রানির বিন্দু পরিমান অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি করেন।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ইছাহাক আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।