নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলী ফকির এর মৃত্যু বার্ষিকীতে বিশিষ্টজনদের অভিমত। তিনি আজ আমাদের মাঝে নেই ; না ফেরার দেশে চলে গেছেন বিগত ২০১০ সালের ২৫ জুলাই, বিগত ১৯১৬ সালের ২ ফেব্রুয়ারি আলোকিত এই মানুষটি পৃথিবীতে আসেন। পিতা মাতার আদর্শে বাস্তবতার নিরিখে ছোট বেলা থেকেই সহজ ও সরলতায় মানুষের ভালোবাসা পেয়েছেন। মানুষের বিপদ – আপদে সব সময় এগিয়ে গিয়েছে আব্দুল আলী ফকির। মানুষের হৃদয় জয় করে সমাজকর্মী হিসেবে যথেষ্ট কাজ করেছেন তাঁর নিজ এলাকায় ও প্বার্শবর্তী অন্যান্য এলাকাতে। তরুন বয়সেই মানুষের আস্থার প্রতিক হিসেবে ছিলেন আব্দুল আলী ফকির। যদিও তিনি সামাজিক কাজে অনেক বাঁধার সম্মুখীন হয়েছেন, তারপরও থেমে থাকেন-নি তিনি। পরিবার পরিজনকে যেভাবে তিনি ভালোবাসতেন ঠিক সাধারণ মানুষকে তিনি ভালবাসার বন্ধনে আবদ্ধ রাখতেন। এলাকায় পানি, বিদ্যুৎ, গ্যাস ও রাস্তার কাজ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে আব্দুল আলী ফকির এর ভূমিকা ছিল অপরিসীম। একনিষ্ঠ সমাজসেবক মানব দরদী আবদুল আলী ফকির শুধু একটি নামই নয়- একটি ইতিহাস ও ঐতিহ্য। তাঁর পরিশ্রমের ফসল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের ( বর্তমান ) নতুন আইলপাড়া এলাকার জনসাধারণ রাস্তা, পানি, বিদ্যুৎ ও গ্যাস পেয়ে আজ সুফল ভোগ করছে। এই কীর্তিমান গুণী ব্যাক্তিটি কেবল সমাজসেবকই ছিলেন না ; তিনি মানুষকে আলোকিত করার লক্ষ্যে যথেষ্ট কাজ করেছেন। আজ তিনি মানুষের মাঝে নেই কিন্তু তাঁর অবদান তাকে জাগ্রত করে তুলছে। তাইতো তারই স্মরনে গড়ে উঠেছে আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ। সংগঠনটির মূল শ্লোগান হচ্ছে ” সমাজ প্রেমের মৃত্যু নাই – সমাজ প্রেমিকের মৃত্যু নাই “। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান বলেন আব্দুল আলী ফকির স্ব শরীরে নেই কিন্তু তাঁর কর্মই তাকে বাঁচিয়ে রেখেছে, তিনি আলোকজ্জল হয়ে থাকবেন সকলের মাঝে অনন্তকাল। মরহুম আব্দুল আলী ফকির এর ১৫ তম প্রয়ান দিবস উপলক্ষে ২৫ জুলাই শুক্রবার বাদ জুমা আইলপাড়া জামে মসজিদ , এবং বাদ এশা বায়তুল মামূর ( গোরস্থান ) জামে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।এছাড়াও আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পোস্টার এর কর্মসুচির মধ্যদিয়ে এই গুনীজনকে স্মরন করা হয়, একই সাথে সকলের দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। সমাজের বিশিষ্টজনদের অভিমত এলাকার উন্নয়নের স্বীকৃতিস্বরুপ পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে চিটাগাং এর বাড়ি হয়ে পশ্চিম আইলপাড়ার শেষ প্রান্ত এবং এনায়েতনগর সীমানার শেষ প্রান্তে জনাব আব্দুল কাদির এর বাড়ির সীমানা পর্যন্ত রাস্তাটি আব্দুল আলী ফকির নামে নামকরণের জন্য ইতোপূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলরের প্রতি জোর দাবি জানানো হয়েছিল ; দীর্ঘদিন অতিবাহিত হলেও আজো রাস্তাটির নামকরণের বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ না করায় বর্তমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের প্রতি জোর দাবী জানানো হয়।এলাকার বিশিষ্টজনেরা মনে করেন একজন প্রকৃত গুণীজনকে যদি এভাবে স্বীকৃতি সম্মান প্রদর্শন করা হয় তাহলে সমাজে আরো গুণীজন সৃষ্টি হবে ; কলুষ মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।
Leave a Reply