রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চীনের রহস্যময় ভাইরাসের প্রাদুর্ভাব, ভীড় এড়িয়ে যাওয়াসহ মানতে হবে যেসব নির্দেশনা  সোনারগাঁয়ে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার আসছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন চমক আই.ই.টি স্কুল ও হাস প্রজনন খামারের সামনের গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিণত সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন দ্বিতীয় স্ত্রী  সাংবাদিক তোফাজ্জল হোসেন ও সেলিমসহ প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গণপিটুনিতে নিহত লম্পট ও প্রতারক বাদলের অত্যাচার থেকে রূপগঞ্জ মধুখালী’র  মানুষ মুক্তি চায় এবং গোয়েন্দা সংস্থার নজরদারির দাবী  ফতুল্লায় গৃহবধুকে হত্যা করে গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে স্বামীর পলায়ন অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে সুতা তৈরীর কারখানায় ভয়াবহ আগুন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

আড়াইহাজারে একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার মজুদকৃত সূতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার জাহিন স্পিনিং মিলে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মিলের একপাশে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানো চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় আড়াইহাজার ও মাধবদী ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তিন ঘণ্টার চেষ্টায় তারা ওই মিলের আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানায়, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কোনো শ্রমিক আটকা পরেনি। তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। আগুনে পুড়ে যাওয়া জাহিন স্পিনিং মিলটির মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।