নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখে এবং মানুষের মনকে উৎফুল্ল রাখে। আমরা চাই আদালত প্রাঙ্গণে মানুষ ন্যায় বিচার ও সঠিক বিচার পাক। যারা অর্থের অভাবে বিচার পাচ্ছে না, তাদের জেলা আইনজীবী সমিতি থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উদ্যেগে, সেক্রেটারি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২৫ উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন,খেলাধুলা গণতন্ত্রের একটি ধারা। বাংলাদেশের গণতন্ত্রকে কলুষিত করেছে, খেলাধুলা তো দূরের কথা, আমরা একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কতাই বলতে পারতাম না।আইনজীবীদের কল্যাণে বর্তমান আইনজীবী সমিতি যা যা করা লাগে তাঁরা সেটা করবে।আইনজীবী সমিতি যে আয়োজন করেছে, আমরা যাতে আমাদের কর্মকান্ডে আওয়ামী লীগের মতো যাতে নিজে কুলষিত না হই এবং কাউকে কুলষিত না করি।
Leave a Reply