বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ ছিল সন্ত্রাসের জেলা, গডফাদারদের জেলা:এড. সাখাওয়াত হোসেন সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা; ফতুল্লা’য় সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ রূপগঞ্জে ৭ টুকরো লাশ, প্রেমিকার হাতে ৭ টুকরো হয় প্রেমিক জসিম, প্রেমিকা গ্রেপ্তার রুপগঞ্জ ছাত্রলীগের যত কর্মী আছে সব এখন দিপু ভূইয়ার সাথে – সেলিম প্রধান রূপগঞ্জের লেকে পলিথিনে মোড়ানো যুবকের ৭ টুকরা লাশ উদ্ধার  ফতুল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু  বন্দরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার বন্দরে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার  ফতুল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী আটক গ্রাহকদের সেবা সু-নিশ্চিত করতে হবে মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম

অনেকে না বুঝে একটা স্টেটম্যান্ট দিয়ে দিলেন: মুহাম্মদ গিয়াসউদ্দিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। ভালো মানুষদের নিয়ে দল গঠন করতে হবে। প্রতিজ্ঞা করতে হবে খারাপ মানুষ যারা, চাঁদাবাজ লুণ্ঠনকারি যারা তাদের নিয়ে যেন দল গঠন না করি।যানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশাসনকে এগিয়া আসার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য। তিনি পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কারো চাপে বা প্রভাবিত হয়ে মিথ্যা মামলা না নেয়ার পরামর্শ দেন।

বৃহস্পতিবার ৭ নভেম্বর চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে জেলা ও মহানগর জাসাসের সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যকে বিকৃতি করে প্রচার ও প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করায় সেই বক্তব্যের ব্যাখায় , গিয়াসউদ্দিন বলেন, আমার অবস্থান হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে স্পষ্ট। অনেকে না বুঝে একটা স্টেটম্যান্ট দিয়ে দিলেন। আমি কি ভালো সাংবাদিকদের কিছু বলেছি? যারা খারাপ, যারা হলুদ সাংবাদিক তাদের উদ্দেশ্যে আমার ওই বক্তব্য ছিল। আমি সবসময়ই ভালো সাংবাদিকদের প্রশংসা করি। খারাপদের ঘৃণা করি।

তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে শিক্ষিত, নম্র, ভদ্র মানুষের পেশা। অথচ অনেকেই আছেন অন্য কোনো কাজ না পেয়ে এই পেশার একটা কার্ড নিয়ে নেমে পড়ে অপকর্ম করতে। যারা ভালো সাংবাদিক আছেন তারা যদি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে না পারেন তাহলে আপনাদের সম্মানও থাকবে না। আমার বক্তব্য ছিল এমন। আমি এখনও বলছি প্রেস ক্লাবে কি খারাপ মানুষ নাই? তাদের বিরুদ্ধে আপনাদেরই কথা বলতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতাকে মহান পেশা এই পেশায় খারাপ মানুষ কীভাবে আসে। যারা এই পেশাকে ব্যাবহার করে খারাপ কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে ভালো সাংবাদিকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রেস ক্লাব একটি আদর্শিক সংগঠন। সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় কি খারাপ মানুষ নাই? সাংবাদিকতার উপর ভর করে অনেকে থানা পুলিশের দালালী করেন। অনেক খারাপ কাজ করেন। এতে করে এই পেশার দুর্নাম হচ্ছে। এই খারাপ সাংবাদিকদের প্রতিহত করতে না পারলে যারা ভালো সাংবাদিক আছেন তাদের সম্মানও থাকবে না।

মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসাসের যুগ্মসম্পাদক আনিসুল ইসলাম সানি, আব্দুর সবুর খান সেন্টু, জাকির হোসেন, সরকার হুয়াম কবির, সিদ্ধিরগঞ্জ বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।