নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী অঞ্জন দাস।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সোনারগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগকালে অঞ্জন দাস সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় তিনি বলেন, “সোনারগাঁয়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের শিকার। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন একটি বিকল্প রাজনৈতিক নেতৃত্ব, যারা সত্যিকার অর্থে জনগণের পক্ষে কথা বলবে।”
তিনি আরও বলেন, “গণসংহতি আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার ও ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করে। স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং পৌরসভার সেবাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
গণসংযোগ শেষে তিনি আসন্ন নির্বাচনে মাথাল মার্কায় ভোট দিয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য সোনারগাঁবাসীর প্রতি আহ্বান জানান।
Leave a Reply