সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গণসংযোগ আমি এখনো জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী: মাসুদুজ্জামান  সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার  বন্দরে বাসযাত্রী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেফতার  খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই : এসপি বিএনপিকে সামনে নির্বাচিত করতে হবে, প্রার্থী কে হলো, সেটি বিষয় না: এড. সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে জাগরণী সংসদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নেতাকর্মীদের বিভ্রান্ত’ ও ‘বিচলিত’ না হওয়ার আহ্বান মাসুদুজ্জামানের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে গেছে, এক ব্যক্তি নিখোঁজ  আগে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত সেটাই চূড়ান্ত : রিজভী 

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালেই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু (৩৯), সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন (৩৩), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ময়নাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৭) এবং সিদ্ধিরগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩২)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ জানান, ডাকাতির প্রস্তুতির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।