বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যানজট নিরসনে জেলা প্রশাসকের সঙ্গে চেম্বার অব কমার্সের নেতৃত্বে সভা আপনার শহর আপনি দায়িত্ব নেন, আমরা আপনার পাশে আছি: মাসুদুজ্জামান মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে দুই হাজার ইয়াবা পাচারকালে নারীসহ দুই ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারির মৃত্যু  সোনারগাঁয়ে ইউপি সদস্যসহ ৬ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার  আমাদের জীবনে সফলতা আসে, কিন্তু আমরা কতোজন স্বার্থক হয়েছি: মাশফাকুর রহমান বন্দরে ঝগড়া থামাতে গিয়ে নাতিন জামাইয়ের লাঠির আঘাতে দাদি শাশুড়ির মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী নিহতের পরিবার এবং আহতদের আর্থিক অনুদান প্রদানে জেলা প্রশাসক

সিদ্ধিরগঞ্জে দুই হাজার ইয়াবা পাচারকালে নারীসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারীপুর জেলার শিবচর থানার শর দত্তপাড়া এলাকার বাবুল বেপারীর স্ত্রী মোসাঃ চাম্পা বেগম (৪৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিমপুর এলাকার আব্দুর রহমানের পুত্র মোঃ সজিব মিয়া (৩৩)।

জানা গেছে, রোববার রাত ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের উপপরিদর্শক মোঃ আজাদ হোসেন ও সুফিয়া বেগমের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগং রোড হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে আল-মোবারাকা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৪০৭১) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

তল্লাশির সময় চাম্পা বেগম ও সজিবের নিকট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

থানা এলাকার অভ্যন্তরে যেসব গোপন আস্তানা থেকে মাদক ব্যবসা পরিচালিত হয়, সেগুলোতে তাৎক্ষণিক অভিযান চালানো এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

প্রশাসনের প্রতি সতর্ক বার্তা—মাদকের সাথে জড়িত কোনো ব্যক্তি, দল বা প্রভাবশালী সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।