নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বৈষম্যবিরোধী আন্দোলনকালীন একটি হত্যা মামলায় আলোচিত সাতখুনের আসামি নূর হোসেনের ভাই আব্দুস সালাম খন্দকার ওরফে সেলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওই সময়কালীন মোট ৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়।
গ্রেপ্তার সালাম খন্দকার মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, “তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকালীন দুটি হত্যা মামলা সহ মোট ৮টি মামলা রয়েছে। ধারাবাহিকভাবে অন্যান্য মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।”
Leave a Reply