সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ইতিহাসে নৃশংস সাত খুনের আজ ১১ বছর পূর্ণ হলো সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী এক যুবক আটক রূপগঞ্জে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন সোনারগাঁয়ে ছেলে-মেয়েদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখমে অভিযোগ  বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নববর্ষ ১৪৩২ নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সিদ্ধিরগঞ্জে কে.সি. নীট লিমিটেডে আগুন.  শীতলক্ষ্যা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার  রূপগঞ্জে যুব মহিলা লীগের এক নেত্রী আটক

সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও আদালতের আইনজীবীরা। রবিবার (২৭ এপ্রিল) সকালে জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং একসঙ্গে স্লোগান দেন, “বিচার চাই, বিচার চাই, বিচার চাই এখনই!”

নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা আমাদের স্বামী-সন্তানদের আর ফিরে পাবো না। অন্তত ন্যায়বিচার যেন দ্রুত হয়, এটাই আমাদের চাওয়া।

সাত খুন মামলার আইনজীবী ও মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। গডফাদারদের ছত্রছায়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। আজও বিচার ঝুলে আছে, কারণ আসামিরা প্রভাবশালী। আমরা দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ফেরার পথে অপহরণের শিকার হন নজরুল ইসলাম, চন্দন সরকারসহ সাতজন। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়। জেলা জজ আদালত ও হাইকোর্ট দণ্ডাদেশ দিলেও আপিল বিভাগে মামলার নিষ্পত্তি হয়নি। ১১ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা।

মানববন্ধন থেকে দ্রুত রায় কার্যকর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।