নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজ রবিবার ২০ জুলাই ২০২৫ খ্রিঃ, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বীর শহীদ ফারহান ফাইয়াজ-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও স্মরণসভা এবং বিদ্যালয়টির নবনামকরণ “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তিনি বলেন, ফারহান ফাইয়াজ আমাদের জাতির এক অমূল্য সম্পদ, যিনি সাহস ও আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর নাম অমর রাখতে আজকের এ বিদ্যালয়টি তাঁর নামে নামকরণ করা হলো — ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে এ প্রতিষ্ঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু নূর মোঃ শামসুজ্জামান, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া, শহীদ ফারহান ফাইয়াজ-এর পিতা
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন: ফারহানের শাহাদাত যেন আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একজন শিশুর এই আত্মত্যাগ আমাদের সকলের দায়িত্ববোধ আরও গভীর করে তোলে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর স্মৃতি সংরক্ষণের এ উদ্যোগে আমরা গর্বিত ও বদ্ধপরিকর।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ
শহীদ ফারহান ফাইয়াজ-এর আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর স্মৃতিকে চির অম্লান রাখার প্রত্যয়ে আজকের এ আয়োজন সকলকে আবেগে আপ্লুত করেছে।
Leave a Reply