শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,

রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক কিশোর আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ বায়েজিদ (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে কর্ণগোপ এলাকা থেকে তাকে আটক করে।

আটক বায়েজিদ কিশোরগঞ্জের করিমগঞ্জের মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বর্তমানে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গতরাতে উপজেলার কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে গোজা অবস্থায় একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে রোববার দুপুরে আটক বায়েজিদকে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।