বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ  ব্যানার ও ফেস্টুন অপসারণের মধ্যে দিয়ে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু-ডিসি নিহত ছাত্রদল কর্মী অপূর্বের পরিবারকে তারেক রহমানের ফোন, দিলেন সান্ত্বনা  বিএনপি নেতাকে পিটিয়ে থানায় দিলেন প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা  সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগের মৃত্যু  সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার  ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তোফাজ্জল গুরুতর আহত ও জাকিরের মোটরসাইলে অগ্নি সংযোগ ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল আভিযানিক কার্যক্রম’ নামে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৪৫ জন গ্রেপ্তার 

রূপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও ৪ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটার জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) রাতে ও শনিবার (০৮ মার্চ) ভোররাতে উপজেলার চনপাড়া ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- রূপগঞ্জের চনপাড়া পূ্র্নবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মকবুলের ছেলে ইলিয়াছ (২৬) কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭) সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১), মুল্লুকচান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,
শনিবার ভোররাত সাড়ে ৩ টারদিকে উপজেলার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী কাউসার মিয়া, ফয়সাল ও শরীফ ও শুক্রবার রাত সাড়ে ১০টারদিকে উপজেলার চনপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা করা মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ২ শত টাকা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।