নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেক ও পেশাদার গাড়িচালকদের জন্য নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আমাদের বিআরটিএ’র লাইসেন্স ইস্যুর কাজ পূর্বে ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হতো। জুলাই মাসে চুক্তি শেষ হওয়ায় আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে নতুন করে দেশীয় মালিকানাধীন কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছি।”
তিনি আরও বলেন, “যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো। সেই ধারাবাহিকতায় সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন কাউকে লাইসেন্স দেওয়া হবে না। গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রয়হান কবির বলেন, “একজন হেল্পার অভিজ্ঞ হলেও প্রাতিষ্ঠানিক দক্ষতা না থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ দুটোর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার থাকলে দুর্ঘটনার হার কমবে। জন্ম-মৃত্যু আল্লাহর হাতে থাকলেও দুর্ঘটনা প্রতিরোধে আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩০ পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। নিহতদের পরিবারের হাতে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে মোট ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া চালকদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এবং আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply