নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনায় অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংবর্ধনায় মাসুদুজ্জামানের পক্ষ থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও বিএনপি নেতা মনির হোসেন সরদারের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের নেতৃত্বে একটি আনন্দ র্যালি গণসংবর্ধনায় যোগ দেয়।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের একটি বর্ণাঢ্য র্যালি গণসংবর্ধনায় অংশ নেয়। একই সঙ্গে নাসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বেও নেতাকর্মীরা গণসংবর্ধনায় যোগ দেন।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকা থেকে মাসুদুজ্জামান মাসুদের পক্ষের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
র্যালিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন নেতাকর্মীরা। পাশাপাশি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন তারা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন।
Leave a Reply