মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ  বন্দরে রনি হত্যা মামলায় ২ জন গ্রেফতার  ফতুল্লায় দৃপ্তি ডাইং কারখানায় মাটি খোঁড়ার সময় দেয়াল ধসে পড়ে শ্রমিক নিহত ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত বীর রুবেল মিয়ার পাশে দাঁড়িয়েছেন ডিসি জাহিদুল ইসলাম রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার বন্দরে এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মানুষ খুন করে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে: গিয়াসউদ্দিন  রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক কিশোর আটক

মানুষ খুন করে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে: গিয়াসউদ্দিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “শেখ হাসিনা সারাদেশে স্বৈরশাসন কায়েম করেছিল। এর মধ্যে নারায়ণগঞ্জ ছিল অন্যতম। কারণ, তার সবচেয়ে প্রিয় ও আপনজন সন্ত্রাসীদের গডফাদার ছিল নারায়ণগঞ্জে।”

রোববার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “এ গডফাদার নারায়ণগঞ্জে কি করেছে, আপনি জানেন। মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে আমাদের নির্যাতন করেছে। বিগত সময় ঈদেও আমরা পরিবারের সাথে দেখা করতে পারিনি, আমাদের সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে।”

তিনি আরও বলেন, “গডফাদারের পরিবারে দুই সদস্য ছিল যারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি। তারা এমনভাবে নিজেদের ছবি টানাতো যেন সাধারণ মানুষ তাদের ভয় পেত। বাপ হয়ে নিজের সন্তান ও ভাতিজাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়েছিল। তার স্ত্রীও চাঁদাবাজি করতো। তিনি নিজেও চাঁদাবাজ ছিলেন। আর মানুষ খুন করে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে। ওই সময় কারা তাদের সমর্থন দিয়েছিল তা সবাই অবগত। আমাদের দলেরও কিছু লোক তাদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছিল।”

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মনির হোসেন সরদার, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম এবং কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।