নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর দেওভোগ বড় মসজিদে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়ার আয়োজন তত্ত্বাবধান করেন মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আবুল কালাম, মহানগর আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, মহানগর সদস্য আওলাদ হোসেন, বন্দর থানা সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা আব্দুর রব বারী। দোয়ায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতও কামনা করা হয়।
Leave a Reply