নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
গণতন্ত্রের ‘মা’ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর শহরের মাসদাইর বেকারি মোড় সংলগ্ন পতেঙ্গা মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
সভাপতির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তিনি এমন একজন আপোষহীন নেত্রী, যিনি কখনোই নিজের কথা ভাবেননি, ভেবেছেন দেশ ও দেশের মানুষের কথা। ভোগবিলাস বা ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে তিনি দেশের জন্য জেল খেটেছেন, এমনকি সন্তান হারিয়েছেন; তবুও দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি।’
তিনি আরও বলেন, ‘কারাগারে থাকাকালীন তাঁকে হত্যার নানা ষড়যন্ত্র করা হয়েছে, তিনি চরম নির্যাতনের শিকার হয়েছেন। অথচ আজ দেখুন, আল্লাহ তাঁকে কতটা সম্মানিত করেছেন। সারাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সকল ধর্মের মানুষ আজ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।’ এ সময় তিনি উপস্থিত ইমাম ও আলেম সমাজসহ সকলের কাছে নেত্রীর দ্রুত সুস্থতা ও ফিরে আসার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, আশরাফ মোল্লা, মশিউর রহমান শান্ত ও ইসমাইল মনির প্রমুখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
Leave a Reply