মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাসুদুজ্জামান মাসুদ  মেট্রোরেলে দূর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারের পাশে জামায়াত  মাত্র ১১২ টাকায় ১৪ জনের সরকারি চাকরি,  অসম্ভবকে সম্ভব করলেন ডিসি জাহিদুল  শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ আদালতের সাংবাদিক শিপন ও শাওনের মায়ের রুহের মাগফিরাত কামনা দোয়া নারায়ণগঞ্জের ১, ২, ৩ ও ৫ আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন টিকেট মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ  কৃষকরা কিন্তু আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলতে পারে নাই: এড. সাখাওয়াত  যারা দাড়ি-টুপি পরেও মানুষকে ধোঁকা দেয়, তাদের ভোট দেয়া নাজায়েজ: মুফতি কাসেমী দেশে মানবাধিকার এবং আইনের শাসন থেকে শুরু করে ভোটার অধিকার প্রতিষ্ঠিত করব: এড. সাখাওয়াত

বিকেএমইএ সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটাতে কাজ করবে বিকেএমইএ, এমনটাই জানিয়েছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম। রোববার (২৫ আগস্ট) সংগঠনটির এক জরুরি বোর্ড সভায় সভাপতির দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যকে তিনি এই কথা জানান।

মোহাম্মদ হাতেম বলেন, ‘বাণিজ্য অঞ্চলে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে আমরা ইইউ‘র সাথে আবার আলোচনা শুরু করার জন্য সরকারের সাথে কাজ করবো। এছাড়া মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটাতে কাজ করবে বিকেএমইএ’র নব গঠিত কমিটি।

বিকেএমইএর নবনির্বাচিত এই সভাপতি আরও বলেন, আমাদের অগ্রাধিকার হবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে শিল্পের জন্য অর্থায়নের সমস্যা সমাধানের জন্য কাজ করা এবং শুল্ক আইন এবং কিছু সমস্যা সম্পর্কিত পদ্ধতিগুলো কমিয়ে আনতে এনবিআরের সাথে কাজ করবো।

 

একই বোর্ড সভায় ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসানকে নির্বাহী সভাপতি এবং মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে, সংগঠনের সাবেক সভাপতি সেলিম ওসমান ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে তার সভাপতি ও বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।