শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সন্ধি’র উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর বর্বর হত্যার প্রতিবাদের মানববন্ধন বন্দরে পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাতির ঘটনায় নরসিংদী থেকে ডাকাত রুবেল গ্রেপ্তার  সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ফতুল্লায় মাসব্যাপী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক আসামীকে বরিশাল থেকে গ্রেপ্তার  ফতুল্লায় পাভেল হত্যা, মূল আসামি গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে আগুনে পুড় ৩ টিকে দোকান সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির লাশ উদ্ধার  হোটেল বয় থেকে কোটি টাকার মালিক সাইজদ্দিন মাতাবর দীর্ঘ ২১ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাসুম গ্রেপ্তার  এক ট্রাকের ধাক্কায় অপর দুই ট্রাকের চালক নিহত

বিকেএমইএ নির্বাচনে অংশ নিতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে অংশ নিতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে চাষাঢ়ায় সংগঠনটির প্রধান কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, তার নেতৃত্বে একটি প্যানেল নির্বাচনে অংশ নিবে। ওই প্যানেলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই প্যানেলের বাইরে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। পরে ১৯ এপ্রিল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আগামী ১০ মে অনুষ্ঠিত্য এ নির্বাচনে বিকেএমইএ’র ৫৭২ জন সদস্য ভোট দিবেন।

গত ১৪ বছর বিনা প্রতিদ্বন্দ্বীতায় একটানা এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহর ছেড়ে পালিয়ে যান জাতীয় পার্টির এ নেতা। পরে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি বিকেএমইএ’তে চিঠি দিয়ে পদত্যাগ করেন। পরে সভাপতি হন নির্বাহী সভাপতির পদে থাকা মোহাম্মদ হাতেম।

এবারও নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২ জন। যদিও হাতেমের নেতৃত্বের প্যানেলেরই ৩৯টি মনোনয়পত্র জমা পড়েছে। স্বতন্ত্র আছেন মাত্র তিনজন। চূড়ান্তভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একপেশে নির্বাচনের দিকেই যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।