নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। গুরুতর আহত নাইম (২২) নামের কর্মীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা সরকারি সফর আলী কলেজে এই ঘটনা ঘটে। আহত নাইম বিনারচর এলাকার বকুলের ছেলে।
জানাগেছে, বিকাল ৩ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সমর্থকগণ কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় তখন নাইমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে সুমন পক্ষের নাইম গুরুতর আহত হয়েছে।
তারা আরো বলেন, উভয় পক্ষের মারামারিতে আড়াইহাজার বাজারসহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply