শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার করতে গিয়ে এসআই ছুরিকাঘাতে আহত সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার  চাষাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদুল, দিলেন অনুদান বহিস্কৃতরা দল ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের স্থান বিএনপিতে হবে না: এড. সাখাওয়াত  অপহরণ করে মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে গণধর্ষণ  বন্দরে পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার  সোনারগাঁয়ে ট্রাক চাপায় ড্রেজার শ্রমিক নিহত আড়াইহাজারে দু’দিনের ব্যবধানে একই পরিবারের ২ সদস্যের আত্মহত্যা সমবেদনা জানানোর ভাষা নেই, তবু পাশে থাকার চেষ্টা করছি: মামুন মাহমুদ  বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়: এড. সাখাওয়াত 

বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়: এড. সাখাওয়াত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “ফ্যাসিস্টকে নির্মূল করা কোনো একটি দলের একক কাজ নয়। আমরা যারা নিজ নিজ দলের পক্ষ থেকে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি, সেই সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে।”

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “জুলাই বিপ্লব আমাদের জন্য একটি চেতনার নাম। সেই চেতনাকে ধরে রাখতে হবে। কিন্তু আজ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চক্রান্ত চলছে। আজ রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। আর সেই সুযোগে গোপালগঞ্জে দোসররা চোখ রাঙাচ্ছে। এটা আমাদের মধ্যে ঐক্যের অভাবের ফল।”

তিনি আরও বলেন, “বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। আমাদের নেতা তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন— সুষ্ঠু নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও একা সরকার গঠন করবে না। যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, গণতান্ত্রিক রাজনীতিতে রয়েছে, সেই সকল শক্তিকে নিয়েই সরকার গঠন করা হবে এবং সবাইকে অংশীদারিত্ব প্রদান করা হবে।”

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগরের যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান এবং সঞ্চালনা করেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।