নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতা এস এম আসলাম এবং টিএইচ তোফার বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এই বছরের ১১ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা, কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
সেইসময় বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে চাঁদাবাজির অভিযোগে ৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকার বাসা থেকে এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফাকে তার বাসা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৭ আগস্ট চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মহানগর শ্রমিক দলের সভাপতি এস এম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে ৩০ দিনের আটকাদেশে কারাগারে পাঠানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ আটকাদেশ দেন।
Leave a Reply