বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার। ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি  আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে: জেলা প্রশাসক  জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এনসিপি-ছাত্রদলের মধ্যে উত্তেজনা মামুন মাহমুদের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি বন্দরে র‌্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার  দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারদের নিয়ে জেলা প্রশাসকের  শ্রদ্ধা  ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে গণসংহতির শ্রদ্ধা নিবেদন  ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতে হবে : এড. সাখাওয়াত হোসেন  জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের নেতৃত্বে বিজয় র‍্যালি

বন্দরে র‌্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বন্দরে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে র‌্যাব। তাদের দাবি আটককৃতরা ‘মাদক কারবারি’। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা মো. ইমরান (৩৪), এবং নরসিংদী জেলার রায়পুর থানার চরমধুয়া গ্রামের বাসিন্দা মো. আসাদুল্লাহ (১৯)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলা থেকে প্রাইভেটকারে করে এই বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা নানা কৌশল অবলম্বন করেছিলেন।

র‍্যাব আরও জানায়, আটককৃত দুজনই মাদক কারবারি। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই মাদক নিজেদের হেফাজতে রেখেছিলেন। মো. ইমরান প্রাইভেটকারের চালক ছিলেন এবং মো. আসাদুল্লাহ পেছনের সিটে বসে ছিলেন। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।