নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে একটি কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকার মালিকানাধীন ‘আয়েশা ইপিএস ইনসোলেশন লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ কর্কশিট ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ নিশ্চিত করে বলা যাবে।”
Leave a Reply