নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ নভেম্বর) কুতুবপুর ও কেওঢালা এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবিঅ-টি.এম. রাহসিন কবির এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, কুতুবপুর EGCB-412 পাওয়ার প্ল্যান্টের পাশে চুন ফ্যাক্টরিতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানে ৪টি বার্নারসহ ঘণ্টায় প্রায় ৪,০০০ ঘনফুট গ্যাস ব্যবহার হতো। অভিযানকালে এমএস পাইপ ২ ইঞ্চি ব্যাসের প্রায় ১৫ ফুট লাইন, একটি ২ ইঞ্চি বল ভাল্ভ খুলে ফেলা হয়। পাশাপাশি অবৈধ সংযোগের উৎসে কিলিং/ক্যাপিং করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় চুন ভাট্টিগুলো এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে, কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় হাজী আলী আক্কাছ সুপার মার্কেটসহ আশপাশে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। এখানে আবাসিক পর্যায়ে প্রায় ৫০০ ডাবল চুলার অবৈধ সংযোগ পাওয়া যায়। অভিযানে ৩ ইঞ্চি ব্যাসের প্রায় ৫০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয় এবং প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে থাকা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানান, অবৈধ সংযোগের কারণে রাষ্ট্র বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারায় এবং এসব সংযোগে দুর্ঘটনার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।
অভিযানকালে তিতাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply