বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানকে ঠেকাতে ওসমানদের ঘনিষ্ঠ আবুল কালাম ও তার পুত্র আশার গোপন বৈঠক ডিসি জাহিদুল ইসলাম এর পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণা, যুবক আটক বন্দর মুসাপুরে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  ফতুল্লায় কথিত বিএনপি নেতার হামলায় ৩ সাংবাদিক আহত আপনারা দল করেন বিএনপি আর সেই দলের প্রার্থী হলেন মাসুদুজ্জামান: সজল বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ  গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে  সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার  মাসুদুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে সেচ্ছাসেবী দলের আলোচনা নারায়ণগঞ্জবাসীকে মাসুদুজ্জামানের কৃতজ্ঞতা প্রকাশ, ফুলেল শুভেচছা ও মিষ্টি বিতরণ না করার অনুরোধ

বন্দর মুসাপুরে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর-বন্দর) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনার বাড়ি থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত বিভিন্ন জায়গায় এ গণসংযোগ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষরা অংশ নেয়। এসময় গণসংযোগ জনজোয়ারে রূপ নেয়।

গণসংযোগে অংশগ্রহণকারীরা স্থানীয় দোকানপাট, ঘরবাড়ি ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ বলেন,আমরা বিভেদ ভুলে সবাই একসাথে মডেল মাসুদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এই নারায়ণগঞ্জ -৫ আসন উপহার দিবো।

তিনি বলেন, যারা গুজব ছড়াচ্ছে আবার নাকি নমিনেশন বদলি হবে তারা বিএনপির শত্রু। তারা বিএনপি করেনা, তারা নমিনেশনের জন্য বিএনপি করেছে। এখন নমিনেশন পায় নাই এখন ধানের শীষের বিপক্ষে কথা বলছে আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা বন্দরবাসী ধানের শীষে ভোট দিয়ে মাসুদ ভাইকে জয়ী করবো। বিভেদ ভুলে যেয়ে আমরা সবাই এক। আমরা দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমানের সৈনিক। আমাদের মার্কা একটাই ধানের শীষ। আমরা খেটে ধানের শীষকে জয়ী করে ঘরে যাবো।

এসময় গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।