মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জের ৭টি থানার ওসিকে পুলিশ সুপারের দিকনির্দেশনা প্রদান  ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আনু’র পাশে এড. টিপু সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার  তারেক রহমান দেশে ফিরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন: আজাদ বন্দর উপজেলা নেতৃবৃন্দের সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় মাসুদুজ্জামান ফতুল্লায় ঘুরতে নিয়ে দুই নারীর সহায়তায় তরুনীকে ধর্ষণ  নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় থেকেও আপনারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন: মাসুদুজ্জামান  সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময়  হাজী জালালউদ্দিন ও যুবদলের নেতা স্বজনের কবর জিয়ারত করলেন মাসুদুজ্জামান  চাষাড়ায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান, এক লাখ টাকা জরিমানা  

বন্দর উপজেলা নেতৃবৃন্দের সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় মাসুদুজ্জামান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা নিজেদের এলাকার সমস্যা, রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

প্রধান অতিথি মাসুদুজ্জামান নেতাদের উদ্দেশে বলেন-“সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের মতামত, আপনাদের উদ্বেগ, এবং আপনাদের পরামর্শই আগামী দিনের দিকনির্দেশনা দেবে। আমরা সবাই মিলে এমন একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই, যা জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মাসুদুজ্জামান বলেন- “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ হাসপাতালে সংকটময় সময় পার করছেন। আমরা প্রত্যাশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন। আপনারা যে ধর্মেরই অনুসারী হোন না কেন, তার সুস্থতার জন্য দোয়া করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মায়ের জন্য উদ্বেগের মধ্যে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন। আমরা তার নিরাপদ প্রত্যাবর্তন ও সকল ষড়যন্ত্র থেকে মুক্তির জন্যও আপনাদের দোয়া কামনা করি। একই সঙ্গে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাতও কামনা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল এবং বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন। এছাড়া ওয়ার্ড বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের স্থানীয় জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন। আয়োজকদের মতে, এমন আলোচনা ও দোয়া অনুষ্ঠান স্থানীয় জনগণের মধ্যে ঐক্য, মানবিকতা এবং গণতান্ত্রিক চেতনা জোরদার করবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।