বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো পার্কিং করা বাস সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মশাল মিছিল  প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমাদের কাছে সমান: ডিসি রায়হান কবির আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি, এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছানো: মাসুদুজ্জামান  মুকুল, শকু ও মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার  ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় পলির দানা তৈরির কারখানায় ভয়াবহ আগুন  বন্দরের মদনপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত ধানের শীষের প্রার্থী মান্নানের বিরুদ্ধে মানববন্ধন সাজানো সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রার্থী মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ  মাসুদুজ্জামানের পক্ষে নাসিক ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো পার্কিং করা বাস

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পার্ক করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বাসটিতে শিল্প মন্ত্রণালয়ের কর্মচারীদের ঢাকায় আনা-নেওয়া করা হয়। এর বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীও পরিবহন করা হয় বলে জানান বাস মালিক।
“রাতে বাসটি স্টেডিয়ামের সামনে পার্ক করে রাখা ছিল। ভোরে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভান। ততক্ষণে বাসটির সিটসহ ভেতরের অধিকাংশ পুড়ে যায়।”

বাস মালিক বুলু দাস সাংবাদিকদের বলেন, “বাসটির লোহার বডি ছাড়া বাকি সবই পুড়ে গেছে। অন্যান্য রাতের মতোই একই জায়গাতে বাসটি রেখে চলে যান চালক। কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না।”

এ বিষয়ে ফতুল্লার ওসি আনোয়ার হোসেন বলেন, “রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে। কেননা, গতরাতে আশেপাশে কোথাও মিছিল বা অন্যকিছুর খবর পাইনি। কিন্তু যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।