সোমবার, ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে “শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর ফলক উন্মোচন কোন বিতর্কিত ব্যক্তি যেন বিএনপির সদস্য হতে না পারে: আকরাম উল হাসান নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ আওয়ামীলীগের ডাকা হরতালের সমর্থনে ফতুল্লায় অগ্নিসংযোগের চেষ্টার, আটক ২ ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া ড্রাইভিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান বিক্ষোভ মিছিল সফল করায় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ  তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ মাসুদুজ্জামান মাসুদে পক্ষে বিক্ষোভ মিছিল সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা উচিত এতে কোনো লুকোচুরির কিছু নেই: ডিসি  পরিবেশবান্ধব শহর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : ডিসি শহীদদের স্মরণে “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি বাস্তবায়নে উদ্বোধন 

পরিবেশবান্ধব শহর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জকে সবুজায়ন করে গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। জেলা প্রশাসন “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কার্যক্রমের আওতায় শহরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রবিবার সকালে সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেক মঞ্চ এলাকায় ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্ট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট এর আয়োজনে “গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে এক লাখেরও বেশি গাছ লাগানো হয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতে আরও চলবে।

জেলা প্রশাসক বলেন, একটি টেকসই ও পরিবেশবান্ধব শহর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবুজায়ন ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাসফাকুর রহমান, নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ এর কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের সাড়ে ৪ কি.মি. পাড়ে ৮ শতাধিক বিভিন্ন প্রজাতির বনজ ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।