রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক মেয়র আইভী দুইদিনের রিমান্ডে  নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমি মেলার উদ্বোধন  ডেমরা থানা আওয়ামীলীগ নেত্রী কাশিপুর থেকে গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ফতুল্লায় মাদকে সয়লাব নিশ্চুপ প্রশাসন, নেই মাদকের বিরুদ্ধে অভিযান সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলায় র‍্যাব ও পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত মানবিক সেবা’য় মানবাধিকার সংগঠনের ভূমিকা বিষয়ক আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে – তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ

নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে – তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, ‘অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে আবারও দেশবাসী গর্জে উঠবে। আর এর ভয়ংকর পরিণতি থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। মানুষের এই জাগরণ কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না।’

শনিবার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ স্টেডিয়াম এলাকায় নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়ে বলেছেন, সারা দেশের আনাচে-কানাচে তাঁতী দলের নেতা-কর্মীদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো ৩১ দফা দাবি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি সমর্থকদের জাগরণ দেখেছি।

তাঁরা আমাকে বলেছেন, বর্তমান সরকারকে আর সময় দেওয়া যাবে না। তাঁদের দাবি, অচিরেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে তাঁরা পুরোপুরি শরিক হবেন।

নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান (শুক্কুর মাহমুদ) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীদলের সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক বাশারুল আলম কামাল,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনিসহ নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।