নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে শব্দদূষণকারী পাঁচটি যানবাহনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন করেন। এ সময় পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(২) বিধি লঙ্ঘনের কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply