নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিবেদক : ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমানকে অব্যাহতি দেয়ায় নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের খানপুর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের আহ্বায়ক এস.এম সিফাত উল্লাহ’র নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য সচিব প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল আলম সরকার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর তরুন দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম বাবু, সেলিম এবং খোকন সহ নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা থেকে তাদের অব্যাহতি দেয়ার আহ্বান জানান।
Leave a Reply