সোমবার, ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মডেল মাসুদেই আস্থা রাখতে চান সদর-বন্দরবাসী সাংবাদিক তুহিন হত্যা, মাসুদুজ্জামান’র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ  সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র তীব্র নিন্দা  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় নারায়ণগঞ্জে এনইউজের তীব্র তীব্র নিন্দা  সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক তরুনী আটক সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তীব্র নিন্দা  মরহুম কামাল হোসেন দলের ও নেত্রীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন: মামুন মাহমুদ  সিএনজি চালক থেকে কোটিপতি সেই মোতালিব গ্রেপ্তার 

নারায়ণগঞ্জে জনসচেতনতা সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি। নগরীর বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ওয়াপদাপুল এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ডিএনডি প্রকল্পভুক্ত এলাকায় বিভিন্ন খালের দূষণরোধে জনসচেতনতামূলক গ্ৰিন এন্ড ক্লীন এর আওতায় সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জে মোট ৯২ কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে ১৭ কিলোমিটার খাল অবৈধ দখলে রয়েছে। সেসব দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি এসব খালকে মাছের অভয়ারণ্য হিসেবেও গড়ে তোলা হবে।’

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।