নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী আজমেরী ওসমানের সহযোগী ও মাদক ব্যবসায়ী আরমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরমান হোসেন নলুয়াপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, গ্রেফতারকৃত আরমান একটি মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আরমান ও তার সহযোগীরা আজমেরী ওসমানের নাম ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল। তারা মাদক ব্যবসায়ী সালাউদ্দিন চৌধুরী বিটুর সঙ্গে মিলে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করাসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply